জেলার আজমতপুর ও শিয়ালমারা সীমান্তে ৫৯ বিজিবি সদস্যদের অভিযানে ফেন্সিডিল উদ্ধার হয়েছে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩০ আগস্ট আনুমানিক রাত ১১টার দিকে আজমতপুর বিওপির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১ মেইন হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মোল্লাটোলা এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য-৩৪ হাজার টাকা। এছাড়া, ৩১ আগস্ট আনুমানিক রাত সোয়া ২টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মোঃ ফজলুল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার সিজার মূল্য-২৮ হাজার ৮’শ টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।