জেলার ভোলাহাটে কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বুধবার বিকেলে ভোলাহাট উপজেলা কৃষকলীগের আয়োজনে গোপালবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও অর্ধনমিত কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক সমাবেশের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন অতিথিবৃন্দ। ভোলাহাট উপজেলা কৃষকলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল (বিদুৎ) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলার আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাব্বুল হেসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা ও জেলা সেক্টর কমান্ডার সভাপতি এবং জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও জেলা সেক্টর কমান্ডার সাধারণ ড. এ্যাড. তসিকুল ইসলামসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এবং ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মী ও উপজেলা আ. লীগ, ছাত্রলীগ যুবলীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।