চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওএমএস’র ন্যায্যমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় পৌর এলাকার পোষ্ট অফিসের সামনে মেসার্স তৈমুর এ্যান্ড ব্রাদার্স এর ডিলার তরিকুল ইসলামের এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নরত্তোম কুমার প্রমানিক ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রওশন কবির। উল্লেখ্য, এদিন নাচোল পৌরসভার বাসস্ট্যান্ড ও রেলস্টেশন কেন্দ্রে একই সময়ে ওএমএস’র চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়। মোট ৩টি ওএমএস কেন্দ্রে ১২’শ প্রান্তিক জনগোষ্ঠীকে ৩০ টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।