স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত সাহার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম, বেনজির আলী ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহাসহ অন্যরা। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।