গোমস্তাপুর উপজেলা স্কাউটস এর সাধারণ সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের দীক্ষা গ্রহণ করেন। মঙ্গলবার উপজেলা সভা কক্ষে ইউএনও ও সভাপতি আসমা খাতুনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, কমিটির সম্পাদক নুরুজ্জামান বাবু, এল টি ইয়াহিয়া খান রুবেল, আঃ কায়উমসহ সদস্যবৃন্দ। সভায় আগামী এক বছরের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি আসমা খাতুনকে স্কাউট দীক্ষা প্রদান করা হয়।