চলতি আমন মৌসুম এবং আম চাষীদের জন্য ঠিকমতো সার পাওয়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিসিআইসি ও বিএডিসি’র সার ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও আসমা খাতুন এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সার ডিলার সাইদুর রহমান, আব্দুল খালেক, আল-আমিন সহ ১৯ জন উপস্থিত ছিলেন। উপজেলার কৃষকগণ যাতে খুব সহজেই সার ডিলারদের নিকট থেকে তাদের প্রয়োজনীয় সার পেতে পারেন এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা সার ডিলারদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া, সার সংকট নিয়ে যাতে কোন গুজব সৃষ্টি না হয়। সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার জানান, বর্তমানে ২৭৮.৬০ মে.টন ইউরিয়া, ৪৬.৩০ মে. টন টিএসপি, ৮৪.৫০ মে. টন পটাশ ও ২৫৮.৮৫ মে. টন ডিএপি সার মজুদ রয়েছে।