চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান, গোপীনাথপুর বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোঃ তাজামুল হক, চরধরমপুর বড় জামে মসজিদের সভাপতি প্রকৌশলী মোঃ জাকির হোসেন। সামিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মোসাঃ শাহজাদি বিশ্বাস, সচিব, সাংবাদিকগণ, সহকারী একাউন্টস, ভোলাহাট ইউনিয়ন পরিষদের সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার আহবান জানান।