জেলার আজমতপুর সীমান্ত এলাকা থেকে আসামীসহ ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
এব্যাপারে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি নিশ্চিত করে জানান, বিএসবি তথ্যের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে আজমতপুর বিওপির নায়েক মোঃ আব্দুল আলীম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপচকপাড়ায় অভিযান পরিচালনা করে মোঃ ফজু শেখ (৪৫), পিতা-মোঃ আবুল হোসেন, গ্রাম-নামোচকপাড়া, ডাকঘর-চকপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ৩৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে। যার মূল্য-১৫ হাজার ২’শ টাকা। আটক ফেন্সিডিলসহ আসামীর ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।