চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায় এক মেধাবী শিক্ষার্থী ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদের অর্থায়নে মনাকষায় এসব ল্যাপটপ বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম সহ অন্যরা। অনুষ্ঠানে রাজশাহী বিশ^বিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ও শিবগঞ্জ পৌর এলাকার নতুন আলিডাঙা মহল্লার সামিদুল ইসলাম ভুট্টুর মেয়ে রিমা খাতুনকে এবং সদর উপজেলার নারায়ণপুর আদর্শ মহাবিদ্যালয়ে দুটি ল্যাপটপ দেয়া হয়।