চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে শিবগঞ্জ থানায় ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কেতাবুর রহমান ওরফে কেতাবকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত রাত সোয়া ১০টার দিকে শিবগঞ্জের শাহাবাজপুুর ইউনিয়নের বালিয়াদীঘি মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বালিয়াদীঘি কলোনিপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার কেতাবকে শিবগঞ্জ হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।