জাতীয় সংসদের ৩৩, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) শূন্য আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র বাছাইকালে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চল, রাজশাহী মো: সাইফুল ইসলাম। বাতিলকৃত চার প্রার্থীরা হলেন, সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র), মোঃ শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র), শাহ মোঃ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), এইচ.এম এরশাদ (স্বতন্ত্র)। এ বিষয়ে তারা মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন ১৬-১৮ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ প্রার্থীরা হচ্ছেন, মোঃ মাহমুদ হাসান রিপন (আওয়ামীলীগ), এ.এইচ.এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাড. জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র)। উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে ভোটার সংখ্যা তিন লাখেরও বেশি। উল্লেখ্য, গত ২৩/২২ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ৩৩, গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। সংসদীয় এই আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। যার ফলে আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।