রংপুর রেল স্টেশন সংলগ্ন খেরবাড়িতে প্রতিষ্ঠিত ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের পাঠক শিক্ষার্থীদের শিক্ষা ভ্রমণ সম্পন্ন হয়েছে। সোমবার রংপুর চিরিয়াখানার প্রাণী পরিচিতি, কবিতা পাঠ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ। বক্তব্য রাখেন, লাইব্রেরিয়ান আব্দুল মুহাইমিন পিয়াম, পাঠকদের মধ্যে সুমি বেগম, নাসরিন আক্তার, টুশি বেগম, জুই আক্তার, রিয়ামনি, সুমাইয়া আক্তার, সাবা আক্তার, ফাতেমা আক্তার, আবির হোসেন, মাহিম, হ্যাপি আক্তার, সিয়াম হোসেন, আবিরা খাতুন জিয়ানা খাতুন, রাইসা মনি, রিতা আক্তার, জোহরা খাতুন, সায়েম বাবু ও ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ। উল্লেখ্য, ডাঃ হারুন স্মৃতি পাঠাগার নিয়মিত পাঠচক্র, জাতীয় দিবস পালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ স্বাস্থ্যসেবা সচেতনতা মুলক কার্যক্রম নিয়মিত করে আসছেন।