নাটোরের তেবাড়িয়ায় পূজার সময় স্ট্রোক করে পুরোহিত এবং নলডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় আনসার সদস্যের মৃত্্ুয হয়েছে। মত ব্যক্তিরা হলেন, মাধনগর, ভট্টপাড়া গ্রামর আলাউদ্দিন (৫৯)। তিনি আচরাখালী আনদময়ী কালিমদির আসনার সদস্য হিসেবে কর্তব্যরত ছিলেন। অপরজন নাটোর পৌর এলাকার তেবাড়িয়া পালপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ চক্রবর্তী নওগাঁ জলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি ছেলে পুলিশ সদস্য পার্থ চক্রবর্তীর সাথে নাটোর শহরের হরিশপুরে দোকান ও ভাড়া বাসায় বসবাস করতন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড় ৩টার দিক আচরাখালী আনদময়ী কালিমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত আলাউদ্দিন আলী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১ টার দিকে তিনি মারা যান। অপরজন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর পৌরসভার পালপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী গুরুত্বর অসুস্থ হলে তাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।