চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মোটরসাইকেল র্যালী-পথসভা হয়েছে। রবিবার বিকেলে ধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গুপ্তমানিক এলাকা থেকে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্বে মোটরসাইকেল র্যালী বের হয়ে পীরগাছী, বামুনগাঁও, চৈতন্যপুর, মহেষপুর ও রানীনগর এলাকা প্রদক্ষিণ করে করিম বাজারে পথসভায় মিলিত হয়। পথসভায় ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।