1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
ল্যাব উদ্বোধনের আগেই রহস্যজনক ঘটনা- নিয়ামতপুরের বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের ল্যাব থেকে ল্যাপটপ চুরি - দৈনিক চাঁপাই দর্পণ
বুধবার, ০১ মে ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

ল্যাব উদ্বোধনের আগেই রহস্যজনক ঘটনা- নিয়ামতপুরের বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের ল্যাব থেকে ল্যাপটপ চুরি

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৪ বার পঠিত

ল্যাব উদ্বোধনের আগেই রহস্যজনক ঘটনা
নিয়ামতপুরের বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের ল্যাব থেকে ল্যাপটপ চুরি

নওগাঁর নিয়ামতপুরের বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনের আগেই রহস্যজনক ভাবে চুরি হয়েছে ৬টি ল্যাপটপ। চুরি হওয়ার ৬দিন অতিবাহিত হয়ে গেলেও চুরি যাওয়া ল্যাপটপ বা চোরের কোন সন্ধান করতে পারেনি পুলিশ। সরেজমিনে গিয়ে জানা যায়, ৩১ আগষ্ট বুধবার দিবাগত রাতে বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ৬টি ল্যাপটপ রহস্যনজক ভাবে চুরি হয়। ল্যাবের তালা না ভেঙ্গে, লকের নাট খুলে ল্যাবের ১৭টি ল্যাপটপের মধ্যে ৬টি ল্যাপটপ চুরি করে নেয় রহস্যজনক চোর। বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য দরজার লকের কাছে আগুন দিয়ে পড়ানো হয়েছে বলে ধারনা অনেকের। বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক কর্মচারীদের বিবরণ অনুয়ায়ী চুরির পেছনে রহস্য রয়েছে। কি সে রহস্য পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে বলে দাবী বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারীদের। বিদ্যায়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুন্নাহার বলেন, ঐ দিন আমি সকালে প্রথম আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহসানের কাছ থেকে ফোন পাই। তিনি বলেন, আমাদের বিদ্যালয়ের ল্যাবের দরজা খোলা রয়েছে। আমি সংবাদ পাওয়ার সাথে সাথে বিদ্যালয়ের সভাপতি, মাধ্যমিক স্যারকে ফোনের মাধ্যমে অবগত করি এবং বিদ্যালয়ে ছুটে যাই। বিদ্যালয়ে গিয়ে আইসিটি শিক্ষক ও অন্যান্য সহকারী শিক্ষকদের সাথে নিয়ে ল্যাবে গিয়ে দেখি ১৭টি ল্যাপটপের মধ্যে ৬টি ল্যাপটপ, দুইটি ল্যাপটপের ব্যাগ ও মাউস চুরি গিয়েছে। এরপর থানায় গিয়ে সাধারণ ডায়েরী করি। চুরির ৬দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ চুরি যাওয়া ল্যাপটপ ও চোরের কোন সন্ধান করতে পারিনি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহসান বলেন, আমি প্রতিদিনের মত সকাল ৮টায় বিদ্যালয়ে আসি। আমি বিদ্যালয়ে আসার আগেই কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে চলে এসেছিল। আমি আসার সাথে সাথে তারা বলে, স্যার দোতলায় কম্পিউটার ল্যাবের দরজা খোলা। আমি তখন তাকিয়ে দেখি সত্যি ল্যাবের দরজা খোলা। সাথে সাথে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফোন করে অবহিত করি। তারা এসে ল্যাবে গিয়ে দেখি ৬টি ল্যাপটপ নাই। দরজার লকের নাট পড়ে রয়েছে। যা পরবর্তীতে পুলিশ তদন্তে আসার সময় নাটগুলো ছিলো না। বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক হাসান শাহরিয়ার (ফটিক) বলেন, আমরা বিদ্যালয়ে এসে দেখি ল্যাবের দরজা খোলা এবং ৬টি ল্যাপটপ চুরি হয়ে গিয়েছে। দরজার কাছে নাট পড়ে ছিলো। আরেক শিক্ষক মোবারক হোসেন বলেন, আমার বাড়ী বিদ্যালয়ের কাছে হওয়ায় আমি তাড়াতাড়ি বিদ্যালয়ে আসি। এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সাথে ল্যাবে গিয়ে দেখি ৬টি ল্যাপটপ চুরি হয়ে গেছে। বিদ্যালয়ের নৈশ্য প্রহরী আবেদ আলী বলেন, আমি নিচতলার সকল দরজা চেক করে একটি কক্ষে অবস্থান করছিলাম। সারা রাত জেগে ছিলাম। কখন চুরি হয়েছে আমি বুঝতেও পারি নাই। দোতলার মেইন গেটের চাবী আমার কাছে থাকে না। চাবী প্রধান শিক্ষিকা ও আইসিটি শিক্ষক বিপেন্দ্রনাথ স্যারের নিকট থাকে। আমি শুধু নিচের ঘরগুলো দেখতে পাই। উপরের কোন ঘর দেখতে পাই না। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!