জেলার আনসার-ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। রবিবার সকালে জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের চত্বরে শতাধিক ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যেন্ট অফিসার মোঃ হুমায়ন কবির। উপস্থিত ছিলেন জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের সার্কেল এ্যাডজুট্যেন্ট মোঃ সেলিম রেজা, সদর উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা মোসাঃ সাহিদা বেগমসহ ব্যাটালিয়ন আনসার-ভিডিপি’র বিভিন্ন ইউনিয়নের দল নেতা ও দল নেত্রী এবং সাধারণ সদস্যরা।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা কমান্ড্যেন্ট অফিসার মোঃ হুমায়ন কবির। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালকের নির্দেশনা মোতাবেক আনসার-ভিডিপি’র জেলা কার্যালয় ও উপজেলা কার্যালয় এবং আনসার-ভিডিপি ক্লাব সমিতির যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।