1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক-৫ - দৈনিক চাঁপাই দর্পণ
সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ‘মহানন্দা স্পেশালাইজড হাসপাতালে’ ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু-স্বজন ও এলাকাবাসীর ক্ষোভ মহানন্দায় ডুবে একজনের মৃত্যু শিবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা ॥ স্বামী আটক রাজশাহীর গোদাগাড়ীতে মুখোমুখি সংঘর্ষে দুই বাসচালকের মৃত্যু ॥ আহত-১২ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এর মাসিক উন্নয়ন সভা ও প্রস্তাবিত বাজেট আলোচনা। র‌্যাবের হাতে ৫৫০০ পিচ ইয়াবাসহ আটক এক গ্রাম্য সালিশে প্রবাসীকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ৬ ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক-৫

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৪৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক-৫

মাদক পাচারের গোপন সংবাদে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক অভিযানে বিভিন্ন মাদকসহ ৫জনকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। র‌্যাবের পৃথক পৃথক প্রেসনোটে জানানো হয়, আটককৃতরা হচ্ছে, ২৭ জুন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর ইউপির মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড বাজারে অভিযান পরিচালনা করে আমের ক্যারেটে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় মাদক সরবরাহকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মোঃ একরামুল হকের ছেলে মোঃ জামাল আলী (২৭)কে ৩০৭ বোতল সহ গ্রেফতার করে।

এছাড়া, ২৬ জুন রাতে জেলার শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের পুখুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী পিরোজপুর (সোনামসজিদ) গ্রামের মৃত অভিঘোষ এর ছেলে শ্রী কৃষ্ণ (৩৭) কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, আটককৃত আসামী শ্রী কৃষ্ণ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গত ১০ এপ্রিল ২০২২ সালে ভয়ংকর মাদক বুপ্রেনরফিন ইনজেকশন ৪৫০ পিচ সহ র‌্যাবের আভিযানিক দলের নিকট হাতেনাতে গ্রেফতার হয়। পরবর্তীতে উক্ত আসামী জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড প্রদান করেন।

এদিকে, র‌্যাবের একটি অপারেশন দল ২০ জুন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং কলোনী মেথরপাড়ায় অভিযান পরিচালনা করে ৯ পিচ বুপ্রেনরফিন ইনজেকশন-সহ জেলা শহরের ভেলুর মোড় মসজিদপাড়ার মোঃ ছনু’র ছেলে মোঃ ইয়াছিন আরাফাত (২০) এবং দরগাপাড়ার মৃত বাবর আলীর ছেলে মোঃ ফরহাদ আহমেদ (৩৫) ’কে হাতেনাতে আটক করা হয়েছে।

অন্যদিকে, ২৭ জুন র‌্যাবের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর রানিহাটি কলেজ মোড় এলাকা থেকে শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া (মুন্সিপাড়া)র তৈমুর রহমানের ছেলে মোঃ জাকারিয়া (৩০) কে ২৯ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। র‌্যাব আরও জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তল্লাশি পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। পৃথক পৃথক ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!