চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে ৩ গরু চোর গ্রেফতার হয়েছে। অভিযানে ৩টি চোরাই গরু উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মোঃ মানিক আলী (২৮), একই উপজেলার শুক্রবাড়ী বাজারের মৃত সাদিকুল ইসলামের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৪৬) এবং শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ীর মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ লালচাঁন ইসলাম (৩১)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মুনঈম শোভন এর দায়ের করা মামলা সুত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর ভোর রাত ৪ টার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা কিছু চোর তার খামারের তালা কেটে ১ (এক) টি সাদা-কালো রংয়ের গাভী,
১ (এক) টি কালো সাদা রংয়ের ষাড় ও ০১ (এক) টি লাল সাদা রংয়ের বাছুর গরু চুরি করে নিয়ে যায়। প্রেক্ষিতে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ’র নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) এর তত্বাবধানে এবং অফিসার ইনচার্জ এর সরাসরি তদারকিতে মামলার তদন্তকারী অফিসার এস.আই মোঃ আব্দুর রাজ্জাক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৩০ অক্টোবর রাতভর সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর এবং নিয়ামতপুর এলাকায় নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে। অভিযানে শিবগঞ্জ ও গোমস্তাপুর এলাকা হতে ঘটনার সাথে প্রত্যক্ষ জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মতে নিয়ামতপুর থানা এলাকা হতে চোরাই ৩ টি গরু উদ্ধার করা হয়। এসময় গরু চোর মোঃ মানিক আলী (২৮), মোঃ লালচাঁন ইসলাম (৩১) ও মোঃ শরিফুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।