নওগাঁর নিয়ামতপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম শীতকালীন পেঁয়াজ বীজ, মুগ, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ হাজার ৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৮ হাজার ৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শামসুদ্দোহা সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম প্রমুখ।