1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
পোরশায় ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক চাঁপাই দর্পণ
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

পোরশায় ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ-পোরশা(নওগাঁ)প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৮৩ বার পঠিত

পোরশায় ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও ডাসকো সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ( IWRM ) প্রকল্প এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। কর্মশালায় উপজেলার ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এ উপজেলায় বিভিন্ন এলাকায় পানির লেয়ার ৩০০ মিটারের মধ্যে হওয়ায় এলাকার জন্য এটা খুবই আশংকাজনক বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই সমস্যার সমাধানে ভবিষ্যত প্রজন্মের জন্য পানি সম্পদ ব্যবহার নিশ্চিত করতে পানি অপচয় রোধ, ভূ-গর্ভস্থ পানির কম ব্যাবহার এবং ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সংযোজন ব্যাবহার উন্নীত করতে হবে। এর পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও মানুষকে সচেতন হতে হবে বলেও মনে করছেন তারা। কর্মশালায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, ডাসকোর প্রকল্প সমন্বয়কারী আনোয়ারা বেগম, এরয়িা সমন্বয়কারী খাইরুল ইসলাম, আইডাব্লিউআরএম প্রকল্পের কর্মকর্তা সুপলাল মুর্মু, সিএম গোলাম রাব্বানী ও সেলিনা ইয়াসমিন, ইউপি চয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সহ ৬৫জন রিসোর্স পার্সন অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!