ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরপরাধ ও নিরীহ সাধারণ জনগণের ওপর অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইন বিভাগের ডিন মোহাম্মদ আবদুল হান্নান, সাবেক ডিন প্রফেসর আ.ন.ম ওয়াহিদ, প্রফেসর ড. এম আহসান কবির, প্রফেসর ড. আব্দুর রহিম মিয়া, প্রফেসর ড. আবদুল আলীম।
বক্তারা বলেন, বছরের পর বছর নানাভাবে ইসরাইলের দ্বারা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের জনগণ। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকতে দিচ্ছে না ইসরাইল। ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া হোক। সারা বিশ্বের সকল মুসলিম দেশের উচিত এসময় ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে গিয়ে শেষ হয়।