চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। ৮ নভেম্বর বুধবার সন্ধ্যা রাত সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৮০/৮ এস পিলার হতে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাবিলদার সানোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল দুইটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে ৫৯-বিজিবি। আটককৃত ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দিন(৪৩) কে হাতে নাতে আটক করে। বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিশ্চিত করে বলেন, মাদক, অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালানর বিরুদ্ধে জিরো টলারেন্স নিতি বাস্তবায়নে বিশেষ টহল অভিযান অব্যাহত রয়েছে।