1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হককে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সংবর্ধণা - দৈনিক চাঁপাই দর্পণ
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হককে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সংবর্ধণা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪৩ বার পঠিত

২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হককে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সংবর্ধণা

সমাজ সেবায় এবছর একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ দই বিক্রেতা জিয়াউল হককে সংবর্ধণা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যবসায়ী ও শিল্পপতিরা। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জিয়াউল হকের হাতে ক্রেস্ট ও বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন ব্যবসায়ীরা। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার, ঢাকাস্থ ভারতীয় স্টেট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রী সুমন্ত ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বাররের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা পরিষদের চেয়ারম্যান রহুল আমিনসহ চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। জিয়াউল হকের ২১শে পদক প্রাপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, জিয়াউল হক একজন দই বিক্রেতা। একজন ক্ষুদ্র ব্যবসায়ী। প্রত্যন্ত এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী ২১শে পদক প্রাপ্তিতে আমরা গর্বিত। এরকম একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে এবং তাঁর কাজকে মূল্যায়ন করায় আমরা সরকারকে অভিনন্দন জানায়। তিনি আরও বলেন, তাঁর এই কাজ অনেকের কাছেই অনুপ্রেরণামুলক। আগামীতে তাঁকে অনুসরণ করে ব্যবসায়ীরাও সমাজ সেবায় এগিয়ে আসবে এই আহ্বান জানান তিনি। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভারতীয় হাই কমিশনার মনোজ কুমারও বলেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী ২১শে পদক প্রাপ্তিতে আমরাও গর্বিত। এ সময় তিনি জিয়াউল হকের পাঠাগারের ভবন নির্মাণ ও লাইব্রেরীতে বই দেয়ার ঘোষনা দেন। এদিকে, চেম্বারের এ সংবর্ধনায় খুশি জিয়াউল হক জানান, জন্মাবধি এত খুশি হইনি। যতটা খুশি হয়েছি ২০ ফেব্রুয়ারী। যেদিন প্রধানমন্ত্রীর হাত থেকে ২১ পদক গ্রহণ করি। ৯১ বছর বয়সে এসে এই পদক প্রাপ্তিতে এখন আমার বয়স ২০ বছরের যুবকের মত মনে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!