1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
মহাসড়কের ধারঘেঁষে দোকানপাট ॥ কানসাট বছরজুড়েই যানজট - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে উপজেলা প্রশাসন-জনপ্রতিনিধি ও শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি : আসিফ নাচোলে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা স্বামীর খোঁজে নাটোর এসে ধর্ষণের শিকার গৃহবধূ জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম শুরু পোরশায় বিএনপি’র সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা নাচোলে শিশুকন্যা ধর্ষনের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক। গোমস্তাপুরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ইউএনওর মতবিনিময় গোমস্তাপুরে ব্যাংক কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

মহাসড়কের ধারঘেঁষে দোকানপাট ॥ কানসাট বছরজুড়েই যানজট

♦ নিজস্ব প্রতিনিধি 
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৯০ বার পঠিত

মহাসড়কের ধারঘেঁষে দোকানপাট ॥ কানসাট বছরজুড়েই যানজট

জেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধারঘেঁষেই বসে আছে দোকানপাট। এমনটি মহাসড়কের ধারেই বসে হাটও। এর মধ্যে জেলার গুরুত্ব সোনামসজিদ স্থলবন্দর থেকে প্রতিদিনই শত শত পণ্যবাহী ও খালি ট্রাক এবং বিভিন্ন যানবাহন চলাচল করে। আর শিবগঞ্জের কানসাটে এশিয়ার বৃহত্তম আম বাজারের পাশেই মহাসড়কের ধার ঘেঁষেই দোকান পাট এবং একই মোড়ে বছর জুড়েই যানজট লেগেই থাকে। সমস্যা হলেই সমাধানের আশ^াস দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু আশ^াসে আশ^াসেই চলছে বছরের পর বছর। সমাধান হয় না যানজটের। প্রতি বছর আম মৌসুমের আগে কানসাট মোড়ে যানজটের বিষয়ে আলোচনা হয়, করনীয়ও ঠিক করা হয়। কিন্তু আলোচনা পর্যন্তই শেষ। সিদ্ধান্ত আর আলোর মুখ দেখে না। ভুগতে হয়, কাঁচামাল পরিবহন কারী যানবাহনসহ অন্যান্য যানবাহনের যাত্রীদেরও। এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের জরুরী পদক্ষেপ গ্রহণের দাবী ভূক্তভোগীদের। বাজারে আম পরিবহণ করার জন্য ভ্যানসহ সাইকেল যাতায়াত করছে। সোনামজজিদ থেকে এই রাস্তা ধরেই আমদানি পন্য পরিবহণ হচ্ছে। অন্যদিকে সড়কে ছোট যানবাহনের ছড়াছড়ি আর সড়কের পাশেই দোকানপাট। অপ্রশস্ত সড়ক হওয়ায় যানজট বাড়ায় জনসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। একদিন পুকুরিয়া থেকে আম বাজারের শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে ৩০০ অধিক ট্রাকসহ কাভার্ড ভ্যান। আম ভর্তিভ্যানসহ বাজরে যাওয়ার জন্যও অপেক্ষা করছে চালকরা। এদিকে, মোটরসাইকেল আরোহীরা হালকা ফাঁক-ফোকড় পেলেই বের হওয়ার চেষ্টা করছেন। ফলে ছোটছোট দূর্ঘটনাও ঘটছে। সরজমিনে কানসাট আম বাজারে এমন দৃশ্য দেখা যায় হরহামেসাই। মাইনুল নামের এক আম ব্যবসায়ী বলেন, পুকুরিয়া থেকে কলাবাড়ি পর্যন্ত প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে। বাজারে ভ্যানে করে আম আনতেও প্রচুর ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন। এমনও দিন আছে যানজট ছুটতে ২, আড়াই, তিন ঘন্টারও বেশি সময় লেগে যায়। পাথরবাহী ট্রাকের চালক মোস্তাফা বলেন, রাস্তাটা শুরু থেকেই অপ্রসস্ত। এ রাস্তা দিয়ে আমের ভ্যান আর সোনামজজিদ থেকে আমদানি করা সকল পন্যের ট্রাক যাতায়াত করছে। আর অটো, রিকশা, মোটারসাইকেল, ভ্যান যথাযথ ভাবে ট্রাফিক নিয়ম না মানায় আরও যানজট সৃষ্টি হচ্ছে। পথচারি সোহেল বলেন, এখন আমের ভরা মৌসুম। বাজারে আমও নামছে বেশ। এ রাস্তা প্রথম থেকে সরু, তাই যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে কানসাটের গোপালনগর মোড়ে রাস্তার উপর ছোট যানবাহন দাঁড়িয়ে থাকছে। এছাড়াও আছে বিভিন্ন রকমারির দোকান পাট। সব মিলিয়ে এ রাস্তা দিয়ে যারা যাতায়াত করছে তারাই বিপাকে পড়ছে। সময় মতো প্রয়োজনীয় স্থানে পৌঁছাতে পারছেনা জনসাধারণ। সড়ক ও জনপথের চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সানজিদা আরফিন ঝিনুক বলেন, শিবগঞ্জ-সোনামজজিদ সড়কে আমের মৌসুমের জন্য যানজট বেড়েছে। এ সড়কটি চারলেনে উন্নতি করতে যাচাই বাছায়ের কাজ চলছে। তবে শিবগঞ্জ সড়কের পাইলিং মোড়ের বাঁকটি সরলিকরণ করা হবে শিগগির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!