চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অভিযানে ৩টি ককটেল ও ২টি ডেমেজ খোসা উদ্ধার হয়েছে। (৫৩ বিজিবি) ব্যাটালিয়নের ফতেপুর বিওপির হলুদিয়া সীমান্ত এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসোনোটে বলেন, বিজিবি বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুষ্কৃতিকারী দ্বারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও জনমনে ত্রাস সৃষ্টি করার অপচেষ্টাকে প্রতিরোধ এবং অরাজকতা মোকাবেলায় বিশেষভাবে তৎপর রয়েছে। ৫৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে শুক্রবার (৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দুর্লভপুর ইউনিয়নে টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত হতে বিস্ফোরক দ্রব্য এনে হলুদিয়া গ্রামের মাঠের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। প্রেক্ষিতে টহলদল হলুদিয়া গ্রামে তল্লাশী অভিযান পরিচালনা করে। সকাল সাড়ে ১১টার দিকে তল্লাশী অভিযান পরিচালনার সময় সীমান্ত পিলার ১০/২-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের বালতী দেখতে পেয়ে সন্দেহজনকভাবে বালতীটি তল্লাশী করে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরবর্তীতে টহলদল ৩টি ককটেল ও ০২টি ডেমেজ খোসা নিশ্চিত হয়ে উক্ত স্থান হেফাজতে রাখে এবং ককটেল ও ডেমেজ খোসা শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান,
পিএসসি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সীমান্ত এলাকায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে।