আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট আইনজীবী এ্যাড. মিজানুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। বাংলাদেশ যুব মহিলা লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বাংলাদেশ যুব মহিলালীগের পথ প্রদর্শক ও আমৃত্যু অকৃত্রিম বন্ধু এ্যাড. মিজানুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল হয়। বাংলাদেশ যুব মহিলা লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা’র বাসভবনে এই দোয়া মাহফিল হয়। রবিবার বিকেলে এসময় উপস্থিত ছিলেন যুব মহিলালীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, সাধারণ সম্পদাক শান্তনা হক, এ্যাড. মিজানুর রহমানের সহধর্মীণী মোছাঃ রহিমা খাতুন, দুই মেয়ে মাহিমা রহমান, সামিয়া রহমান, যুব মহিলালীগের লাকি আক্তার, তানিসা, মদিনা খাতুন, আলেয়া, মরিয়মসহ অনেকে। আলোচনা সভায় যুব মহিলা লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা নকল কার্যক্রমে এ্যাড. মিজানুর রহমানের পরামর্শ ও অবদানের কথা তুলে ধরেন বক্তারা। শেষে এ্যাড. মিজানুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ আরিফ। আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট আইনজীবী ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর উপদেষ্টা এ্যাড. মিজানুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকীতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পরিবারের পক্ষ থেকে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।