1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
রাজশাহীতে ১৫৫ কেন্দ্রের ১৪৮টিই ‘ঝুঁকিপূর্ণ’ ॥ ১৫৩ কেন্দ্রে ইভিএমে ভোট - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

রাজশাহীতে ১৫৫ কেন্দ্রের ১৪৮টিই ‘ঝুঁকিপূর্ণ’ ॥ ১৫৩ কেন্দ্রে ইভিএমে ভোট

দর্পণ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৪ বার পঠিত

রাজশাহীতে ১৫৫ কেন্দ্রের ১৪৮টিই ‘ঝুঁকিপূর্ণ’ ॥ ১৫৩ কেন্দ্রে ইভিএমে ভোট

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট ২১জুন বুধবার। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৫৫টি কেন্দ্রে, এর মধ্যে ১৪৮টিকেই ‘ঝুঁকিপূর্ণ’ বলছে নির্বাচন কমিশন। ইভিএম এ ভোট হবে ১৫৩টি কেন্দ্রে। ভোট গ্রহণে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেছেন, রাজশাহীতে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১৪৮টিই ঝুঁকিপূর্ণ। সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। রাজশাহী সিটি নির্বাচনে এবারই প্রথম ইভিএমে ভোট নেওয়া হবে। নিরাপত্তা বিবেচনায় প্রতিটি কেন্দ্রকেই ‘গুরুত্বপূর্ণ’ বলছেন রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার আনিসুর রহমান। কমিশনার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সব কেন্দ্রে পুলিশ নিয়োগ করেছি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৬-৭ জন, আর সাধারণ কেন্দ্রে ৫জন করে পুলিশ রাখা হয়েছে। দেশে পাঁচ সিটি করপোরেশনে ধারাবাহিকভাবে যে নির্বাচন চলছে তার মধ্যে রাজশাহীতে ভোট হবে বুধবার ২১ জুন। এই ভোট সামনে রেখে গত ২ জুন প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারে নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটার তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার আছেন ৬ জন। এছাড়া প্রথমবারের মত নতুন ৩০ হাজার ১৫৭ জন ভোটার নির্বোচনে ভোট দেবেন। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার আনিসুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!