চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার সোনামসজিদ সীমান্তে কয়লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ৩৭ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। আটক ব্যক্তি শ্রী প্রসেনজিৎ কর্মকার (৩০)। প্রসেনজিৎ কর্মকার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শ্রী দিজেন কর্মকারের ছেলে। শুক্রবার (১০ মে) রাতে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি, ম্যাগাজিন ও ভারতীয় মদ উদ্ধারসহ যুবককে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাত ১০ টার দিকে বিজিবির একটি টহল দল কয়লাবাড়ি চেকপোস্টে গাড়ি তল্লাশি চৌকি বসায়। এ সময় একজন ব্যক্তি কয়লাবাড়ী মোড় হতে পায়ে হেটে মাথায় করে একটি কার্টুন নিয়ে কানসাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত ব্যক্তির গতিবিধি বিজিবি টহল দলের নিকট সন্ধেহজনক হওয়ায় তাকে আটক করে। কার্টুনটি তল্লাশী করে কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহনকৃত ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ৫৯ বিজিবি। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।