1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের পদত্যাগ - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ শিবগঞ্জে সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির কর্মিসভা ২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়ত সম্ভব- উপদেষ্টা আসিফ নজরুল বঙ্গোপসাগরে ‘ডানা’ নামে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা চাঁপানবাবগঞ্জ জেলা স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল শেখ হাসিনা শীর্ষ সন্ত্রাসী-খুনি ॥তাকে আশ্রয় দেওয়া মানেই-অপরাধকে আশ্রয় দেওয়া-রিজভী ৩০ লাখ টাকা করে পাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারগুলো সংগীতশিল্পী কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম আর নেই শিবগঞ্জে জাতীয়বাদী স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের পদত্যাগ

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের পদত্যাগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২২ বার পঠিত

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের পদত্যাগ

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি বলেন, সেলিনা হোসেন পদত্যাগপত্রে সই করেছেন। তবে সভাপতির পদত্যাগপত্র গৃহীত হওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটি সম্পন্ন না হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যে তিনি পদত্যাগ করেছেন। এটি যেহেতু প্রক্রিয়াধীন, তাই পদত্যাগপত্র গৃহীত হলে সেটি আমরা সবাইকে জানাব। এ বিষয়ে সেলিনা হোসেন বলেন, বাংলা একাডেমি থেকে কর্মকর্তারা এসেছিলেন আমার বাসায়। আমি তাদের কাছে পদত্যাগপত্র সই করে দিয়েছি। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি একাডেমির সভাপতি পদে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ওই বছরের ৬ ফেব্রুয়ারি এই দায়িত্ব নেওয়ার আগে তিনি ৩৪ বছর চাকরিজীবন কাটিয়েছেন একাডেমিতে। উল্লেখ্য, সেলিনা হোসেন একাধারে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, গবেষক এবং প্রাবন্ধিক। লেখালেখির পাশাপাশি তিনি একাধিক মেয়াদে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। উপন্যাসে অবদানের জন্য ১৯৮০ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ পান। ২০০৯ সালে ভাষা ও সাহিত্যে ‘একুশে পদক’ এবং ২০১৮ সালে তিনি সাহিত্যে ‘স্বাধীনতা পুরস্কার’ পান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!