1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
বাজার নিয়ন্ত্রণে ডিম ও চিনি আমদানিতে বড় শুল্ক ছাড় - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ শিবগঞ্জে সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির কর্মিসভা ২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়ত সম্ভব- উপদেষ্টা আসিফ নজরুল বঙ্গোপসাগরে ‘ডানা’ নামে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা চাঁপানবাবগঞ্জ জেলা স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল শেখ হাসিনা শীর্ষ সন্ত্রাসী-খুনি ॥তাকে আশ্রয় দেওয়া মানেই-অপরাধকে আশ্রয় দেওয়া-রিজভী ৩০ লাখ টাকা করে পাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারগুলো সংগীতশিল্পী কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম আর নেই শিবগঞ্জে জাতীয়বাদী স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের পদত্যাগ

বাজার নিয়ন্ত্রণে ডিম ও চিনি আমদানিতে বড় শুল্ক ছাড়

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২০ বার পঠিত

বাজার নিয়ন্ত্রণে ডিম ও চিনি আমদানিতে বড় শুল্ক ছাড়

বাজারে সরবরাহ বাড়িয়ে ঊর্ধ্বমুখী দর নিয়ন্ত্রণে রাখতে ভোজ্য তেলের পর ডিম ও চিনিতে উল্লেখযোগ্য হারে শুল্ক ছাড় দিয়েছে সরকার। সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ দুই পণ্যে শুল্ক ছাড়ের প্রজ্ঞাপন জারি করেছে। ডিমের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং পরিশোধিত চিনির ওপর বিদ্যমান আমদানি শুল্ক প্রতি টন ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজর ৫’শ টাকা নির্ধারণ করা হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ, মু’মেন সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক কমানোর এসব তথ্য দিয়েছেন। একই দিন আলাদা আদেশে ভোজ্য তেলের আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট ৫ শতাংশ কমানোর পাশাপাশি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়। এনবিআর বলছে, শুল্ক কমানোর ফলে আমদানি পর্যায়ে প্রতি ডজন ডিমের মূল্য ১৩.৮০ টাকা কমবে। অব্যাহতির এ সুবিধা ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। আমদানি শুল্ক কমানোর ফলে বাজারে ডিমের সরবরাহ বাড়বে এবং ভোক্তা পর্যায়ে ডিমের মূল্য কমে সাধারণ ক্রেতার জন্য সহজলভ্য হবে বলে মনে করছে রাজস্ব আদায়কারী সংস্থাটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিম ব্যবহারকারী বিভিন্ন শিল্প যেমন কনফেকশনারি, বেকারি, ডিম নির্ভর খাদ্য উৎপাদক শিল্পের খরচ কমবে এবং বাজারে স্বস্তি ও ভারসাম্য ফিরে আসবে। এর আগে ৮ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত চিনির ওপর বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। এখন পরিশোধিত চিনির সরবরাহ আরও বাড়াতে এক সপ্তাহের মধ্যে আবার পরিশোধিত চিনির ওপর বিদ্যমান আমদানি শুল্কতে ছাড় দেওয়া হল। এতে চিনির মূল্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!