1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার কৃষক - দৈনিক চাঁপাই দর্পণ
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় বান্দরবানে কেএনএফের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, নিহত ৩ গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী বাগাতিপাড়া উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ॥ প্রার্থীদের জরিমানা! রাসিক মেয়রের সাথে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ অ্যাওয়ার্ড পেলেন ‘জাসাস’ সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান নামে শিক্ষার্থীকে হত্যা মিরপুরে লাঠি হাতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ নাচোলের প্রবীণ সাংবাদিক মানিকের ডান চোখে সফল অস্ত্রপচার সম্পন্ন

শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার কৃষক

♦ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২০৭ বার পঠিত

শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার কৃষক

রবিবার সন্ধ্যা রাতে বয়ে যাওয়া শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সাড়ে ৩ হাজার কৃষক। ছোট-বড় শিলাবৃষ্টিতে বোরোধান, আম, শাকসবজি, ভূট্টাসহ লিচুর ফলনও ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নে শিলাবৃষ্টি হওয়ায় ৩ হাজার ৬১৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুত্রে জানা গেছে, ২ হাজার ১২০ জন কৃষকের ৫২৫ হেক্টর জমির বোরো ধান, ৮৮৫ জন কৃষকের ২৯৫ হেক্টর জমিতে চাষ হওয়া আমের ফলন, ৬০০ কৃষকের ৭৫ হেক্টর জমিতে চাষাবদ হওয়া শাকসবজি, ২৫ জন কৃষকের ৫ হেক্টর ভূট্টার জমি, ও ৫ জন কৃষকের ১ হেক্টর জমিতর লিচু ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। সুত্র আরও জানায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, উপজেলা সদরের মহারাজপুর, রানিহাটি, বারঘোরিয়া, শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, সুন্দরপুর, দেবিনগর, ঝিলিম, ইসলামপুর ও বালিয়াডাঙ্গায় শিলাবৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবিনগরের আমচাষি মুনিরুল ইসলাম জানান, রবিবার ইফতারের পর থেকেই আকাশে মেঘের দেখা মেলে। কিছুক্ষণ পরেই ঝড়ো হওয়ার সাথে সাথে বৃষ্টি হয়। খানিক পর মেঘলা আকাশে বজ্রপাতের সাথে ১০-১২ মিনিট ধরে শিলাবৃষ্টিও হয়। এ শিলায় ছোট আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে অনেক গুটি আম ঝরে পড়েছে। অনেক আমে দাগ পড়েও নষ্ট হয়ে গেছে। সদরের গোবরাতলা ইউনিয়নের আমচাষী শহিদুল্লাহ জানান, গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহ হওয়ায়, আমের গুটি ঝড়ে যাচ্ছিল। ফলে বৃষ্টির খুবই দরকার ছিল। গত রাতের বৃষ্টি আমের গুটির জন্য দারুন উপযোগী। কিন্তু শিলাবৃষ্টি ব্যাপক ক্ষতি করেছে। অনেক আম ঝরে পড়েছে। এছাড়াও যেসব এলাকায় শিলাবৃষ্টি হয়েছে ওই সব এলাকায় ধান, ভুট্টারও ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনুভা বলেন, চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় ৩ হাজার ৬১৫ জন কৃষকের ৯০১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এ উপজেলায় ১২ মি. মিটার বৃষ্টিপাত রেকোর্ড করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলার সদরে ১২মি.মি, শিবগঞ্জ উপজেলায় ২০ মি,মি, ও নাচোল উপজেলায় ৫ মি,মি, বৃষ্টির পানি রেকর্ড করা হয়েছে। এ ছাড়াও গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বৃষ্টি বা শিলাবৃষ্টি হয়নি। তিনি আরও বলেন, শিবগঞ্জ ও সদর উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। শিলায় আমের পাশাপাশি ধানসহ শাকসবজির ক্ষতি হয়েছে। হবে জেলায় মোট কতজন কৃষকের কতটুক জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও জানা যায় নি। আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সালেহ ইউসুফ জানান, এ বছর অফ ইয়ার হওয়ায় আমের ফলন কম। এদিকে, আবার গতরাতে বৃষ্টির সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আমের ফলন আরও কমে যাওয়ার আশঙ্কা আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!