1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
গাইবান্ধা-৫ আসন নির্বাচন ॥ ডিসি-এসপিসহ ২৭ জনের স্বাক্ষ্যগ্রহণ - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ১১ মে ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

গাইবান্ধা-৫ আসন নির্বাচন ॥ ডিসি-এসপিসহ ২৭ জনের স্বাক্ষ্যগ্রহণ

ফারুক হোসেন-গাইবান্ধা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৫০ বার পঠিত

গাইবান্ধা-৫ আসন নির্বাচন ॥ ডিসি-এসপিসহ ২৭ জনের স্বাক্ষ্যগ্রহণ

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের তদন্ত তৃতীয় দিনের মতো শুরু করে তদন্ত কমিটি। বৃহস্পতিবার গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে ও সভা কক্ষে সকাল ৯টা থেকে এ তদন্ত কাজ শুরু করা হয়। গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, আজ তদন্ত টিমের সামনে হাজির রয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, রিটানিং অফিসার এবং বিজিবি ও র‌্যাবের ২ জন কমান্ডিং অফিসার, ১৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ৫ জন প্রার্থীসহ ২৭ জন। এর আগে প্রথম দিন মঙ্গলবার তদন্ত কমিটি সার্কিট হাউস মিলনায়তনে ১১টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিংসহ ১’শ ৩৬ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন।
তদন্তের দ্বিতীয় দিন বুধবার ৪০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২৭৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ২০০ জন পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী, সহকারী রিটার্নিং কর্মকর্তা, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ওসিসহ ৫২২ জন তদন্ত কমিটির কাছে স্বাক্ষ্য দেন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এর নেতৃত্বে ইসির যুগ্ম সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস ও ইসির যুগ্ম সচিব মো. শাহেদুন্নবী চৌধুরী এ তদন্ত কাজ পরিচালনা করছেন। উল্লেখ্য, গত ২২ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির মৃত্যুতে শূন্য হয় আসনটি। ১২ অক্টোবর এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন সবগুলো কেন্দ্রের ভোট বন্ধ ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!