নাটোর সদর উপজেলার পীরগঞ্জ বুড়িবটতলা এলাকায় জাহিদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জাহিদুল নাটোর সদর উপজেলার ৬ নং কাফুরিয়া ইউনিয়নের নজরপুর এলাকার সামাদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বাড়ি থেকে বের হয়ে জাহিদুল ইসলাম রাতে আর বাসায় ফিরে আসেনি। পরে সকালে বাড়ির পাশের ইয়াকুব আলীর আম বাগানের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ বৃহস্পতিবার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি পুলিশ। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সে কারনে ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যাবস্থা করা হবে বলে জানায় পুলিশ।