নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড সদস্য নির্বাচনে কাওসার রহমান (অভি) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কয়েকমাস পূর্বে ওই ওয়ার্ডের নির্বাচিত সদস্য আনোয়ারুল ইসলাম মারা যাওয়ার কারনে সদস্য পদটি শুন্য হয়। ফলে নির্বাচন অফিসের তপশীল মোতাবেক বৃহস্পতিবার মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। পরে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান সরদার ফলাফল ঘোষনা করেন। এতে কাওসার রহমান অভি (মোরগ) মার্কায় ১ হাজার ১০০ ভোট পেয়ে ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফয়সাল মিয়া (পাখা) মার্কায় পেয়েছেন ৬১৫ ভোট।