নাটোরে নির্মাণাধীন এক বিল্ডিংয়ের পাশের একটি ঝুপড়ি ঘর থেকে আকবর আলী (৫০) নামে এক ব্যাক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের চকবৈদ্যনাথ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাথা থেঁতলে দেওয়ায় নিহত আকবর একই এলাকার মৃত হযরত আলীর ছেলে। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আকবর আলী মানুষের কাছ থেকে সাহায্য তুলে জীবিকা নির্বাহ করতো। প্রতিদিনের মত বুধবার সকালেও তিনি বাড়ী থেকে বের হয়। পরে দুপুরে স্থানীয়রা চকবৈদ্যনাথ এলাকার মসজিদের পিছনে নির্মাণাধীন এক বিল্ডিংয়ের পাশের একটি ঝুপড়ি ঘরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশের র্উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকবরের মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।