1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
ফায়ার সার্ভিস স্থাপনের ফলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হলো-পোরশায় খাদ্যমন্ত্রী - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

ফায়ার সার্ভিস স্থাপনের ফলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হলো-পোরশায় খাদ্যমন্ত্রী

নাহিদ-পোরশা(নওগাঁ)প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ বার পঠিত

ফায়ার সার্ভিস স্থাপনের ফলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হলো-পোরশায় খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এই এলাকায় ফায়ার সার্ভিস ¯স্হাপনের ফলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হলো। এলাকার বাড়ি-ঘরে আগুন লেগে বিভিন্ন জানমালের ব্যাপক ক্ষতি হতো। আশা করি ফায়ার সার্ভিস স্থাপনের ফলে আর তা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের নিরাপত্তার জন্য যা কিছু দরকার সবই করছেন। তিনি ভবিষ্যতেও জীবনবাজি রেখে দেশে ও জনগনের জন্য সব কিছুই করবেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তাও প্রদান করেছেন। বর্তমানে সরকারের গোডাউনে সর্বকালের শ্রেষ্ঠ খাদ্য মজুদ রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির আর প্রয়োজন নেই। বুধবার দুপুরে নওগাঁর পোরশা সরাইগাছি মোড়ে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ আউশের ব্যাপক চাষ হয়েছে। যে কারণে চাল আমদানির প্রয়োজন হ”েছ না। পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্য বান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হ”েছ। তাছাড়া আরও পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোন অভাব নেই বলেও জানান খাদ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও সালমা আক্তার। এতে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপা: ও মেইন) লেঃ কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এসজিসি, পিএসসি। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পোরশার কর্মকর্তাগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার মশিদপুর স্কুল ভবনের উদ্বোধন ও বিকালে ছাওড় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগ দেন। এর আগে সাপাহার উপজেলায় আরও একটি নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!