1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে উপজেলা প্রশাসন-জনপ্রতিনিধি ও শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি : আসিফ নাচোলে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা স্বামীর খোঁজে নাটোর এসে ধর্ষণের শিকার গৃহবধূ জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম শুরু পোরশায় বিএনপি’র সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা নাচোলে শিশুকন্যা ধর্ষনের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক। গোমস্তাপুরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ইউএনওর মতবিনিময় গোমস্তাপুরে ব্যাংক কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১০০ বার পঠিত

বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নওগাঁর বদলগাছীতে ২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, শীতকালীন মুগ, মসুর খেসাড়ী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১২ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার কৃষকদের মাঝে বক্তব্য রাখেন- ৪৮, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কোল ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন এফ.এফ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান। প্রধান অতিথি তার বক্তব্য শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তারাসহ সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা। এসময় ৩৫০ জন কৃষকে গম, ৫৬০ জনকে ভুট্টা, ১২শ জনকে সরিষা, ৫০ জনকে সূর্যমুখী, ৪০ জনকে চিনাবাদাম, ৮০ জনকে পেঁয়াজ, ৬০ জনকে শীতকালীন মুগ, ১৮০ জনকে মসুর ও ২৮০ জন কৃষকের মাঝে খেসাড়ী ডালের বীজ বিতরণ করা হয়। সরিষা, সূর্যমুখী ও পোঁয়াজ চাষীদের মাঝে প্রতিজন কৃষককে ১ কেজি করে বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। শুধুমাত্র পেঁয়াজ চাষীদের এমওপি সার দেওয়া হয় ৫ কেজি করে। শীতকালীন মুগ ও মসুর ডাল চাষের জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি করে বীজ ও খেসাড়ী ডাল চাষের জন্য ৮ কেজি করে বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। অন্যদিকে প্রতি জন গম চাষীদেরকে ২০ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। চিনাবাদাম চাষীদেরকে ১০ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি। অপরদিকে প্রতিজন ভূট্টা চাষীদেরকে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। এই উপজেলায় মোট ২৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!