আলুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে সরকারী সিদ্ধান্তে দেশে আসতে শুরু করেছে ভারতীয় আলু। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত চার দিনে দেশে প্রবশে করেছে প্রায় ১ হাজার ১১০ টন আলু। ৩ নভেম্বর প্রথম এ বন্দর দিয়ে আলু আসছে। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস সুত্র জানায়, ৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে আলু এসেছে সাত ট্রাকে ২০৯ টন। এর আগের তিন দিনে আলু আমদানি হয় ৯০১ টন। অন্যদিকে, ৬ নভেম্বর ৪৭ ট্রাকে ১ হাজার ৪১৭ টন পেঁয়াজ এসেছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। আর আগের তিন দিনে পেঁয়াজ আমদানির পরিমাণ ২ হাজার ৬৯৫ টন। ধারাবাহিকভাবে পেঁয়াজ ও আলুর আমদানিতে প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে। কমেছে এ দুটি পণ্যের দাম, এতে ক্রেতাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এসেছে। এদিকে বিরোধীদলের অবরোধে স্থানীয় প্রশাসন স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া আলু ও পেঁয়াজসহ পচনশীল খাদ্যপণ্য দেশের অভ্যন্তরে নিরাপদে পৌঁছাতে পণ্যবাহী ট্রাকগুলোর চলাচলে নিরপত্তার ব্যবস্থা নেয়। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, আলু ও পেঁয়াজের ট্রাকগুলো বন্দরে প্রবেশ করে দ্রুত সময়ে যেন দেশের বিভিন্ন স্থানে পৌছতে পারে, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।