মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় গত এক বছরে মামলা, মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারী আটক, মাদক বিরোধী আলোচনা সভা, লিফলেট, ফেসটুন, মাউস প্যাড, স্টীকার, বিতরন, শর্ট ফিল্ম প্রদর্শণ, পথসভাসহ মাদক বিরোধী নানা কার্যক্রম পরিচালনা করেছে। গত এক বছরে (২০২৩ সাল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদক বিরোধী অভিযান হয়েছে ১ হাজার ৪০৮টি, মামলা হয়েছে ৭৪২টি, আসামী আটক হয়েছে ৭৯৯ জন। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ হয়েছে-২ কেজি ৬৮৪ গ্রাম হেরোইন, ইয়াবা ট্যাবলেট-৭ হাজার ৩৬৮ পিস, ৪৩৩ কেজি ৯’শ গ্রাম গাঁজা, ৭৭৭ বোতল ফেন্সিডিল, ট্যাপেন্ডাডল ট্যাবলেট ২ হাজার ৯৬৪ পিস, বুপ্রেনরফিন ইনজেকশন ৩৭৭ এ্যামপুল, বিদেশী মদ ১০ বোতল, ৫৪২ লিটার চোলাইমদ, ৫ লিটার তাড়ি, ৩৫০ লিটার ওয়াস, ১৭টি মোটরসাইকেল, ৭টি ট্রাক, ২টি সিএনজি, ৩০টি মোবাইলসেট, ২টি বাইসাইকেল, ৬টি হেরোইন মাপা যন্ত্র, ২টি সিলার মেশিন, মাদক বিক্রির নগদ অর্থ ১ লক্ষ ৫ হাজার ৯৭৬ টাকা।
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় গত এক বছরে মাদকবিরোধী প্রচারণা মূলক লিফলেট বিতরণ করেছে ৬ হাজার, মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাবের বর্ণনা সম্বলিত স্কেল বিতরণ করেছে ৪৩৫টি, মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাবের বর্ণনা সম্বলিত জ্যামিতি বক্স বিতরণ ২ হাজার, মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাবের বর্ণনা সম্বলিত ৫৮টি ফেস্টুন বিতরণ, স্টীকার বিতরণ ১০টি, মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ২০টি, ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক শ্রেণী বক্তৃতা, ৩৩টি মাদকবিরোধী সচেতনতামূলক টিভিসি প্রচার, একটি মাদকবিরোধী ভলেন্টিয়ার টিম গঠন, ৬২টি মাদকবিরোধী শর্টফিল্ম প্রদর্শন, ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর বিষয় নিয়ে আলোচনা ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে মাদকবিরোধী পথসভা ২১টি, মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাবের বর্ণনা সম্বলিত খাতা ৩০০টি, মগ ৫০টি, ছাতা ৫০টি, ব্যাগ ৫০টি এবং মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাবের বর্ণনা সম্বলিত কলম ৫২৫টি বিতরণ করা হয়েছে।
বিষয়গুলি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান খাঁন বলেন, মাদক নিয়ন্ত্রণে জেলা কার্যালয়ের সদস্যদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা, লিফলেট, ফেসটুন, মাউস প্যাড, স্টীকার, বিতরন, শর্ট ফিল্ম প্রদর্শণ, পথসভা, মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়েরসহ মাদকবিরোধী নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আন্তরিকভাবে নিরলস কাজ করে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা। জেলাকে মাদকমুক্ত করতে গণমাধ্যমকর্মীসহ সকল সচেতন নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান খাঁন।