চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতাল থেকে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে মারুফা নামের তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় জেলা শহরের ম্যাক্স হাসপাতালে তাকে আটক করে প্রতিষ্ঠানটির কর্মচারীরা। পরে পুলিশে সপোর্দ করেন তারা। আটক তরুণী মারুফা (১৯) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ধাপাপাড়া মহল্লার মুনিরুল ইসলামের মেয়ে। হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, ম্যাক্স হাসপাতাল থেকে সদর উপজেলার বালিয়াডাঙ্গার ৭ বছরের এক কন্যা শিশুকে নিয়ে অপহরণের চেষ্টা করছিল তরুণী মারুফা।
হাসপাতালের বাইরে নিয়ে চলে যাওয়ার সময় ওই শিশু তার মাকে দেখতে পেলে, তার মায়ের কাছে চলে যায়। পরে আবার ওই তরুণী শিশুটির খোঁজে ক্লিনিকের ভিতরে প্রবেশ করলে প্রতিষ্ঠানটির উপস্থিত কর্মচারীদের সন্দেহ হলে তাকে আটক করে। পরে তারা মারুফাকে পুলিশে সপোর্দ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, আটককৃত তরুণী মারুফা শারিরীকভাবে প্রতিবন্ধী। সে অন্য একজনের কথায় ক্লিনিক থেকে শিশুকে অপহরণের চেষ্টা করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশুটিকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করতো দূর্বৃত্তরা। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।