গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ২৩০ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমারোক এলাকার শ্রী সগেন রায় এর ছেলে সুবল রায় (৩৯), একই এলাকার মৃত ইমরান আলীর ছেলে মোঃ মতিউর রহমান (৪০), মায়েরা কার্তিকপুরের মৃত ভরত মাড্ডির ছেলে দয়াল মাড্ডি ওরফে মারান্ডি (৩৭) এবং জেলার নাচোল উপজেলার কার্তিকপুর বাসুগ্রামের মৃত মোহন লাল এর ছেলে রুপচান রায় (৫৩)। র্যাব জানায়, ২২ ফেব্রুয়ারী বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন নেজামপুর ইউপির কার্তিকপুর গ্রাম এলাকায় পরিচালনা করা হয়। এতে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে সুবল রায়, মোঃ মতিউর রহমান, দয়াল মাড্ডি ওরফে মারান্ডি ও রুপচান রায় কে ১২৩০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা করা হয়েছে।