চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের গঙ্গাধরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রোসদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। শুক্রবার মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ঘোড়াপাখিয়া ইউনিয়নের বহরমপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়। এর আগে রাতে নিজ বাসভবনে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে এক ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম মাস্টার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।