চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে ৩ জন কে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার সরজন গুচ্ছগ্রামের ছহিমুদ্দিন এর ছেলে মোঃ তহিদুল ইসলাম কালু (৩৩) (মূলহোতা), সরজন উত্তর পাড়ার মোঃ হযরত আলীর ছেলে মোঃ গোলাম মর্ত্তুজা (২৭) এবং সরজন রোড পাড়ার মৃত আনছার আলীর ছেলে মোঃ আবুল কালাম (৪৯)। র্যাব প্রেসনোটে জানায়, ২১ মার্চ রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং বিক্রয় করার সময় মোঃ তহিদুল ইসলাম কালু (মূলহোতা), মোঃ গোলাম মর্ত্তুজা, মোঃ আবুল কালাম কে হেরোইন এবং হেরোইন সেবনের সরঞ্জামাদি সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।