মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। গণহত্যা দিবসে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ জোহর বিশেষ মোনাজাত ও উপসনালয়ে প্রার্থণা করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চে মোমবাতী প্রজ্জ্বলন, গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য প্রদর্শন, জেলাব্যাপী প্রতিকী ‘ব্ল্যাক আউট’। স্বাধীনতা ও জাতীয় দিবস চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসে ২৬ মার্চ প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সুচনা হবে জেলা স্টেডিয়ামে। সূর্যদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতি ফলক ও হরিমোহন সরকারী বিদ্যালয় সংলগ্ন জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। সূর্যোদয়ের সাথে সাথে সকল স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি ও আধাসরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা। সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে ডাক্তার আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, বিএনসিসি, আনসার ও ভিডিপি, স্কাউটস, গালস গাইড ও শিশু-কিশোর সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ প্রদর্শণ। দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধু মঞ্চে। জেলা শিল্পকলা একাডেমীতে শহীদ মুক্তিযোদ্ধার পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধণা অনুষ্ঠান ও ইফতার মাহফিল। জেলার প্রধান প্রধান সড়ক ও সড়কদীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিত করণ, স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও আধাসরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে ও বেসরকারি ভবন/স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকল সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও বিজয় দিবস এর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। সুবিধামত সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপসনালয়ে বিশেষ মোনাজাত/ প্রার্থণা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা এবং দিবসের দিনব্যাপী সকল কর্মসুচী সফল করতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। দিবসটি উপলক্ষে সকল উপজেলা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নানা র্কমসূচী পালনের উদ্যোগ গ্রহণ করেছে।