1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট, ভোগান্তিতে রোগী-স্বজনরা - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ০৪ মে ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট, ভোগান্তিতে রোগী-স্বজনরা

শিবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৫ বার পঠিত

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট, ভোগান্তিতে রোগী-স্বজনরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম জনদূর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। রোগী ও স্বজনদের অভিযোগÑ স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অবহেলায় হাসপাতালের ভেতরে অবস্থিত ৮-১০টি টিউবওয়েল দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। আর কয়েকটি টিউবওয়েলে পানি উঠছে না। যদিও কর্তৃপক্ষের দাবিÑহাসপাতালে কোন পানি সংকট নেই। প্রচন্ড খরায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। তবে পানির সমস্যার সমাধানের জন্য হাসপাতালের দুটি ওয়ার্ডে ফিল্ডার পানির ব্যবস্থা রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের ফিল্ডারটিও নষ্ট হয়ে পড়ে রয়েছে। এছাড়া মহিলা ওয়ার্ডে ফিল্ডারে থাকলেও ময়লাযুক্ত পানি বের হওয়ায় রোগ ও তার স্বজনরা পানি ব্যবহার করতে পারছেন না। শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক বলেন, শিবগঞ্জ হাসপাতালে তীব্র গরমে ব্যাপক পানি সংকট দেখা দিয়েছে। টিউবওয়েলগুলো নষ্ট ও ফিল্ডারগুলো অকেজো হয়ে আছে। রোগী ও তাদের স্বজনরা দূর থেকে পানি আনায় ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করে দ্রুত পানির ব্যবস্থার দাবি জানিয়েছেন। পুরুষ ওয়ার্ডে তিনদিন থেকে ভর্তি থাকা রোগী শামসুর রহমান জানান, ফিল্ডার ঘুরিয়েও পানি পড়ে না। আবার টিউবওয়েলগুলো নষ্ট। খাবার পানি আনতে হচ্ছে অনেক দূর থেকে। রাস্তার যানজটের মধ্যেও দূর থেকে পানি আনতে হয়, এতে ভোগান্তির শেষ নেই। রোগী মিজানুর রহমান, আজিজুল ইসলাম ও আনোয়ারা বেগমসহ অনেকে একই অভিযোগের কথা জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান পানি সংকটের বিষয়টি অস্বীকার করে বলেন, টিউবওয়েলগুলো নষ্ট হয়ে গেছে। তবে পানি সরবরাহের জন্য পুরুষ ও মহিলা ওয়ার্ডে ফিল্ডারের ব্যবস্থা রয়েছে। রোগী ও তার স্বজনরা ফিল্ডার থেকে পানি ব্যবহার করছেন। তিনি আরো বলেন, টিউবওয়েলগুলোর জন্য স্থানীয় সংসদ সদস্য মহোদয়কে অবহিত করা হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!