জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা মহানগর পর্যায়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে বাড্ডা থানা পর্যায়ে ২য় বারের মত, মহানগর পর্যায়েও ২য় বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সুলতানা রাজিয়া। তিনি বাড্ডা থানা হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদরাসার ইংরেজি বিষয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। উল্লেখ্য, এর পূর্বে থানা ও মহানগর পর্যায়ে গতবছরও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। সুলতানা রাজিয়া ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের হাজি মো: আবুল কাশেম এর মেয়ে। কবি-সাংবাদিক সফিউল্লাহ আনসারীর ছোটবোন। হবিরবাড়ী বাহারুল উলুম আলিম মাদরাসার উপাধ্যক্ষ রফিকুল ইসলাম এর সহধর্মিণী। সুলতানা রাজিয়া বলেন, আজকের এ সাফল্যে আমি ভীষণ আনন্দিত। শিক্ষক হিসেবে আমার এই প্রাপ্তি শিক্ষকতা পেশায় অনুপ্রাণিত করবে। শিক্ষক হচ্ছেন জাতি গড়ার কারিগর। একজন আদর্শ শিক্ষক হয়ে জাতি বিনির্মানে ভূমিকা রাখতে কাজ করে যেতে চাই। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের প্রতি, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব বোধ থেকে আদর্শ শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রেখে বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কাজ করে যাচ্ছি। সকলের দোয়া কামনা করছি।