চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৯ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন (কে.জি স্ট্যান্ডার্ড) এর শিক্ষার্থীদের ১টি করে কৃমিনাশক (মেবেনডাজল) ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হামিদ, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সানাউল্লাহ আহমেদ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিমসহ স্বাস্থ্য কর্মীরা। উল্লেখ্য, ২৩ মে থেকে ২৯ মে সপ্তাহব্যাপী ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।