জয়পুরহাটের কালাই উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মিটার চুরি করতে গিয়ে নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখপুরমাঠ এলাকায় বরেন্দ্র প্রকল্পের একটি গভীর নলকূপ এলাকায় রোববার গভীররাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স ৩০-৩২ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর বরাতে কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান, একদল চোর শেখপুরমাঠ বরেন্দ্র প্রকল্পের গভীর নলকূপের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক মিটার চুরি করতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের একজন ঘটনাস্থলেই নিহত হয়। পরে তার অন্য সহযোগীরা মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার। তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ লাশ হিসাবে সরকারি কবরস্থানে দাফন করা হবে।