বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি এলাকায় বালু বোঝাই ট্রাকের সাথে ব্যাটারি চালিত অটো ইজিবাইক (টমটম) সংঘর্ষে সাজু বেগম (৫০) নামের এক নারী নিহত ও ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছে। পুলিশ ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়। বুধবার সকাল সাড়ে ৬টায় আদমদীঘির পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোড নামক স্থানে গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু বেগম আদমদীঘি উপজেলার সান্দিড়া সরদারপাড়ার মোজাফ্ফর হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে সাজু বেগম তার সান্দিড়া বাড়ি থেকে বাঁশের তৈরী দোলনাসহ বিভিন্ন সামগ্রি ব্যাটারি চালিত অটোচার্জার ইজিবাইক গাড়ীতে বোঝাই করে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লেখিত সময়ে ইজিবাইকটি পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোড গোলচত্তর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই যশোর-ড-১১-০৫৯২ নম্বর ট্রাকটি অটোচার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে গিয়ে তার চালক মিঠুন ও যাত্রী সাজু বেগম ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাদের প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে সাজু বেগম মারা যান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।