1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নরসিংদীতে আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ॥ আওয়ামীলীগ অফিস ভাংচুর-অগ্নিসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন তারুণ্যের উৎসব উপলক্ষে নামোশংকরবাটী স্কুলে বিতর্ক প্রতিযোগিতা নাটোরে সাবেক এমপি শিমুলের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ ভাঙা হয়েছে শেখ মুজিবের বাড়ি ॥ পোড়ানো হয়েছে হাসিনার সুধাসদন রাবিতে বিক্ষোভ ॥ ৪ আবাসিক হলের নতুন নাম দিলেন শিক্ষার্থীরা সিলেট বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালানসহ আটক ২ ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে আগুন ঘন কুয়াশায় গোপালগঞ্জে ৪টি গাড়ির সংঘর্ষ ॥ নিহত ১-আহত ২০ রাজশাহীতে শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নরসিংদীতে আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৯০ বার পঠিত

নরসিংদীতে আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন। আটক হয়েছেন চারজন। মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। নিহত মাহবুবুল হাসান (৪০) ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আহতরা হলেন-সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ মিয়া (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মাহবুবুলের স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে ভগিরথপুর মাজার বাসস্ট্যান্ড এলাকার ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় থেকে ৮-১০ জন দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। পথে ‘ওবায়দুল্লাহ টেক্সটাইলের’ সামনে ৭-৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী মাহবুবুলসহ তার সঙ্গে লোকজনের ওপর হামলা করে। এ সময় গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে মাহবুবুল, সাঈদ ও ফরহাদ আহত হন। স্থানীরা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুলকে মৃত ঘোষণা করেন। মাহবুবুলের কর্মী প্রত্যক্ষদর্শী রবিন মিয়া বলেন, দলীয় কার্যালয় থেকে বেরিয়ে সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান নেতাকর্মীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে একটি বালুর ট্রাকের আড়াল থেকে ৭-৮ জন অস্ত্রধারী ‘চিহ্নিত সন্ত্রাসী’ হঠাৎ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মাহবুবুলকে কোপাতে শুরু করে। এ সময় তার সঙ্গে থাকা লোকজন বাঁচাতে গেলে তাদের ওপরও হামলা করে। রাজনৈতিক বিরোধের কারণে ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাঁধা হয়ে দাড়ানোর কারণে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে। হামলার পর রাত পৌনে ১টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান মহবুবুলসহ তিনজনকে রক্তাক্ত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহমুদুল কবীর বাশার। তিনি বলেন, মাহবুবুল হাসানের মাথার পেছনে ঘাড়ে বড় ক্ষতের চিহ্ন দেখা গেছে। গুলির বিষয়ে ময়নাতদন্তের পর বলা যাবে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা সাঈদ হাসান পাপ্পু ও ফরহাদ মিয়া নামে আরও দুইজনকে আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্তের পাশাপাশি অপরাধীদের ধরতে তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!